অছি পরিষদ

অছি পরিষদ (Trusteeship Council)

অছি পরিষদের মাধ্যমে জাতিসংঘ কতিপয় অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের ভার নেয়। অছিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের স্বাধীনতা তথা দেশ শাসনের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে অছি পরিষদের দায়িত্ব। ১৯৯৪ সাল হতে এ পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক