অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic & Social Council - ECOSOC)
সদস্যপদ | ৫৪টি দেশ। প্রতি তিন বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে। |
অধিবেশন | বছরে কমপক্ষে দুবার নিউইয়র্ক অথবা জেনেভায় এর অধিবেশন বসে। প্রত্যেক সদস্যের একটি করে ভোটের অধিকার আছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো প্রস্তাব গৃহীত হয়ে থাকে । |
কার্যাবলি | এ পরিষদের কাজ হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, শিক্ষা প্রসার ও মানবাধিকার কার্যকর করা। বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদে সুপারিশ প্রেরণ করাও এ পরিষদের অন্যতম দায়িত্ব। |
সদর দপ্তর | জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং । |