সাধারণ পরিষদ (General Assembly)
১৯৪৬ সালের ১০ জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্ট মিনিস্টারে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে সাধারণত প্রতিবছর একবার অধিবেশন বসে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এ পরিষদের বাৎসরিক নিয়মিত অধিবেশন শুরু হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে। তবে সাধারণ পরিষদের প্রত্যেক রাষ্ট্রের একটি মাত্র ভোট দানের অধিকার রয়েছে। প্রত্যেক অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে পরিষদের একজন সভাপতি এক বছরের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয় লক্ষ্মী পণ্ডিত (ভারত)। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে সাধারণ পরিষদ নতুন সদস্য গ্রহণ করতে পারে। মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, কোন সদস্য রাষ্ট্রকে বহিষ্কার, জাতিসংঘের বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, অন্যান্য সংস্থার বার্ষিক রিপোর্ট পর্যালোচনা প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ এ পরিষদ সম্পাদন করে। জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুরোধে প্রয়োজনে সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন আহবান করেন। ১৯৭৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশনে একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। নতুন এ আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য ছিল ধনী ও দরিদ্র দেশসমূহের মাঝে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা এবং একটি সুষম বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।