আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা
জাতিসংঘ শান্তি মিশন (UN peacekeeping missions) পৃথিবীর বিভিন্ন দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান, যুদ্ধ বন্ধের উদ্যোগ, সেখানে স্থিতিশীলতা নিশ্চিত করার স্বার্থে জাতিসংঘের উদ্যোগে শান্তিবাহিনী গঠন ও মোতায়েন করা হয়েছিল। শান্তিরক্ষী বাহিনীর সদস্য হালকা নীল রঙের শিরোেস্ত্রাণ (Beret), পরিধান করে বলে, একে Blue Beret বলা হয়। আরব- ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ১৯৪৮ সালে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী United Nations Truce Supervision Organization (UNTSO) গঠিত হয়। নামিবিয়ার স্বাধীনতার প্রশ্নে জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নামিবিয়া ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার নিকট থেকে স্বাধীনতা লাভ করে। জাতিসংঘ অন্তর্বর্তীকালিন সহায়তা গ্রুপ UNTAG (United Nations Transition Assistance Group) শান্তিপূর্ণ ভাবে দেশটির স্বাধীনতা লাভ নিশ্চিত করে।