বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
ব্রেটন উডস সম্মেলনের পরিপ্রেক্ষিতে ১৯৪৭ সালে গঠিত হয় GATT (General Agreement on Tariffs and Trade)। ৮ দফা আলোচনা (যা রাউন্ড নামে পরিচিত) হয়। এর মধ্যে দীর্ঘ ৮ বছর (১৯৮৬-১৯৯৪ খ্রি.) ধরে চলা উরুগুয়ে রাউন্ড ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT বিশ্ববাণিজ্য সংস্থায় (WTO) রূপান্তরিত হয়। এ সময় সদস্য দেশগুলির মধ্যে মেধাস্বত্ত্ব (Patent) বিষয়ক The Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) সম্পাদিত হয়। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার দেশসমূহের দোহা রাউন্ড (নভেম্বর, ২০০১ বর্তমান পর্যন্ত) আলোচনা চলছে। বিশ্ব - বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের পঞ্চম সম্মেলন মেক্সিকোর কানকুন শহরে অনুষ্ঠিত হয়।