বিশ্বব্যাংক (World Bank)
1. পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development - IBRD) ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে এবং শীঘ্রই এটি 'বিশ্বব্যাংক' নামে পরিচিতি পায়। এটি মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে। 'IBRD' ১৯৭৮ সাল থেকে প্রতিবছর 'World Development Report' (WDR) প্রকাশ করে ।
2. আন্তর্জাতিক উন্নয়ন সমিতি Development Association (International - IDA) বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিকে সহজ শর্তে (বিশেষ সুবিধা বা ছাড়ে) দীর্ঘ মেয়াদি ঋণ ও মঞ্জুরি প্রদান করে। এজন্য বিশ্বব্যাংকের এ অঙ্গ সংগঠন 'Soft-loan-window' নামে পরিচিত।
3. আন্তর্জাতিক অর্থায়ন কর্পোরেশন (International Finance Corporation IFC) উন্নয়নশীল - দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে।
4.পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (International Centre for Settlement of Investment Disputes - ICSID) কোনো রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা দেয়।
5. বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (Multilateral Investment Guarantee Agency - MIGA) গঠিত হয় ১৯৮৮ সালে। এটি উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে।
বিশ্বব্যাংক (World Bank) = IBRD + IDA IFC+ICSID+MIGA
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group) = IBRD + IDA +IFC+ICSID+MIGA