আন্তর্জাতিক মুদ্রা তহবিল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল কার্যক্রম শুরু করে ১ মার্চ, ১৯৪৭। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা। IMF মুদ্রার আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতি রক্ষার প্রধান সমন্বয়কারী। IMF সদস্য দেশসমূহকে নেতিবাচক বাণিজ্য ভারসাম্য সংশোধনে ঋণ দেয়। IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক SDR (Special Drawing Rights)। SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক