তহবিল ও কর্মসূচি

তহবিল ও কর্মসূচি (Funds & Programs)

 

• United Nations Development Programme (UNDP) 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি

      ✓ মানব উন্নয়ন সূচক (Human Development Index - HDI) ধারণাটির উদ্ভাবক। মানব উন্নয়ন সূচক হলো          স্বাস্থা (প্রত্যাশিত আয়ুষ্কাল), শিক্ষা এবং মাথাপিছু আয় নির্দেশক একটি পরিসংখ্যানগত সমন্বিত সূচক-               যার মাধ্যমে বিশ্বের সকল দেশের নাগরিকদের সার্বিক উন্নতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

       ✓ জাতিসংঘের প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।                  জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব                     পালন করে।

• United Nations Children's Fund (UNICEF)

জাতিসংঘ শিশু তহবিল

• World Food Programme (WFP)

বিশ্ব খাদ্য কর্মসূচি 

        ✓ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।

• United Nations Population Fund (UNFPA)

জাতিসংঘ জনসংখ্যা তহবিল 

           ✓ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে।

           ✓ পরিবার পরিকল্পনা সেবা প্রদানের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ 

• United Nations Environment Programme (UNEP)

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি

• United Nations Human Settlements Programme (UN-HABITAT)

জাতিসংঘ মানব বসতি কেন্দ্র

• United Nations Conference on Trade and Development (UNCTAD)

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন

                ✓ প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (The World Investment Report) প্রকাশ করে।

• United Nations Office on Drugs and Crime (UNODC)

জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর

• United Nations High Commissioner for Refugees (UNHCR)

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন

• United Nations Women (UN Women)

জাতিসংঘ মহিলা

               ✓ জাতিসংঘের নারী-উন্নয়ন বিষয়ক তহবিল (United Nations Development Fund for Women -                       UNIFEM) ২০১১ সালে UN Women এ অঙ্গীভূত হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক