বিশেষায়িত সংস্থা (Specialized Agencies)
- Food and Agriculture Organization (FAO) খাদ্য ও কৃষি সংস্থা
- International Civil Aviation Organization (ICAO) আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
- International Fund for Agricultural Development (IFAD) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
- International Labour Organization (ILO) আন্তর্জাতিক শ্রম সংস্থা
- International Maritime Organization (IMO) আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা
- International Monetary Fund (IMF) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
- International Telecommunication Union (ITU) আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন
- United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা
✓ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। ৪ নভেম্বর, ১৯৪৬ ইউনেস্কোর সনদ কার্যকর হয়।
✓ ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র সদস্যপদ প্রত্যাহার করে এবং ২০০৩ সালে যোগদান করে।
✓ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সদস্যপদ প্রত্যাহার করে।
- United Nations Industrial Development Organization (UNIDO) জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা
- Universal Postal Union (UPU) বিশ্ব ডাক ইউনিয়ন
- World Bank Group (WBG) বিশ্বব্যাংক গ্রুপ
- World Health Organization (WHO) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
✓ ৬-১২ সেপ্টেম্বর, ১৯৭৮ সোভিয়েত প্রজাতন্ত্র কাজাকিস্তানের আলমাআতায় অনুষ্ঠিত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে 'আলমাআতা ঘোষণা' গৃহীত হয়।
✓ বিশ্ব হতে পোলিও নির্মূলের জন্য ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং রোটারি ইন্টারন্যাশনাল এর নেতৃত্বে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়।
- World Intellectual Property Organization (WIPO) বিশ্ব মেধা সম্পদ সংস্থা
- World Meteorological Organization (WMO) বিশ্ব আবহাওয়া সংস্থা
- United Nations World Tourism Organization (UNWTO) বিশ্ব পর্যটন সংস্থা