জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
Conference of the Parties - COP
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ (UNFCCC) এর আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতি বছর একটি করে সম্মেলন অনুষ্ঠিত হয় যা 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন' নামে পরিচিত।
COP 1 প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়।
COP-15 পঞ্চদশ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন । ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সবুজ জলবায়ু তহবিল গঠনের অঙ্গীকার করা হয়।
COP-16 ষোড়শ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 'সবুজ জলবায়ু তহবিল' (Green Climate Fund - GCF) গঠিত হয়। দক্ষিণ কোরিয়ার ইনচনে এর মূলকেন্দ্র। শিল্পোন্নত দেশসমূহের নিকট থেকে তহবিল সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের উদ্দেশ্যে তহবিলটি গঠিত হয়। ২০২০ সাল নাগাদ তহবিলের পরিমাণ প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব রয়েছে ।
COP 21 ২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৫টি দেশ ও ১টি সংগঠন (ইউরোপীয় ইউনিয়ন) এর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পরিবেশ বিষয়ক ঐতিহাসিক 'প্যারিস চুক্তি' (Paris Agreement) এর খসড়া গৃহীত হয়। ২২ এপ্রিল, ২০১৬ চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হলে বাংলাদেশ প্রথম দিনেই স্বাক্ষর করে। চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর, ২০১৬। চুক্তিতে বলা হয়েছে, সব দেশ সম্মিলিতভাবে বৈশ্বিক গড় উষ্ণতা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলনায় ২° সেলসিয়াসের কম, সম্ভব হলে ১.৫° সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করবে। সব দেশ তাদের কার্বন নিঃসরণ হ্রাসের পরিমাণ স্বেচ্ছাপ্রণোদিতভাবে নির্ধারণ করবে। কিন্তু ৪ নভেম্বর, ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিত ভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিন এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেন। ফলে আনুষ্ঠানিকভাবে 'প্যারিস চুক্তি' তে যুক্তরাষ্ট্রের ফেরা ১৯ ফেব্রুয়ারি, ২০২১ সালে কার্যকর হয় ।