জাতিসংঘ পরিবেশ কর্মসূচি

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (United Nations Environment Programme - UNEP)

১৯৭২ সালের ৫ ১৬ জুন সুইডেনের স্টকহোমে 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' (United Nations Conference on the Human Environment: UNCHE) অনুষ্ঠিত হয়। এটি ছিল জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন। এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে জন্ম নেয় 'জাতিসংঘ পরিবেশ কর্মসূচি'। কেনিয়ার নাইরোবিতে এর সদর দপ্তর স্থাপিত হয়। 'জাতিসংঘ পরিবেশ কর্মসূচি' ২০০৫ সালে প্রবর্তন করে 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ'। এটি জাতিসংঘের পরিবেশ। বিষয়ক সর্বোচ্চ সম্মাননা। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃ তিস্বরূপ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০১৫ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি অনুমোদিত ও সমর্থিত একটি বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস আর্থ'। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য পরিবেশ সচেতনতা সৃষ্টি করা।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক