রামসার কনভেনশন (Ramsar Convention)
২ ফ্রেব্রুয়ারি, ১৯৭১ ইরানের রামসার শহরে অনুষ্ঠিত সম্মেলনে পৃথিবীর জলাভূমি বিষয়ে প্রথম আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়। এতে পৃথিবীর গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হয়। ২১ মে, ১৯৯২ সুন্দরবন দেশের প্রথম রামসার অঞ্চল হিসেবে তালিকাভুক্ত হয়। ১০ জুলাই, ২০০০ 'টাঙ্গুয়ার হাওর' দেশের দ্বিতীয় রামসার এলাকা হিসেবে তালিকাভুক্ত হয়।