মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol) হলো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরকে রক্ষা বিষয়ক প্রটোকল।
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে প্রটোকলটি গৃহীত হয় এবং কার্যকর হয় ১৯৮৯ সালের ১ জানুয়ারি। প্রতিবছর প্রটোকল স্বাক্ষরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর 'আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস' হিসেবে পালিত হয়। মন্ট্রিল প্রটোকল এ পর্যন্ত ৫ বার (১৯৯০, ১৯৯২, ১৯৯৭, ১৯৯৯ এবং সর্বশেষ
২০১৬ সালে) সংশোধিত হয়। বর্তমানে রেফ্রিজারেটরের কম্প্রেসারে হিমায়ক হিসেবে ফ্রেয়নের পরিবর্তে পরিবেশবান্ধব R-134a (রাসায়নিক নাম টেট্রাফ্লুরো ইথেন), R-290 (রাসায়নিক নাম প্রোপেন), R-600a (রাসায়নিক নাম আইসোবিউটেন) এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ মেরুতে এন্টার্কাটিকার উপরে ওজোন স্তরের বিশাল সেই গর্তের পরিধি ধীরে ধীরে কমে আসছে ।