ম্যানগ্রোভ বন

ম্যানগ্রোভ বন

জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমিকে ম্যানগ্রোভ বন বলে। সারা পৃথিবীব্যাপী গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উষ্ণ (Tropical) ও উপউষ্ণ (Sub-tropical) উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ জাতীয় বনাঞ্চল দেখা যায়। পৃথিবীর সর্বাধিক ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে ইন্দোনেশিয়ায়। সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক