আমাজন বন

আমাজন

আমাজন অরণ্য হলো আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয়/ক্রান্তীয় ঘনবর্ষণ বনাঞ্চল (Tropical Rainforest স্পেনীস ভাষায়: Selva)। একে 'পৃথিবীর ফুসফুস' বলা হয়। বনভূমির আয়তন ৫৫ লাখ বর্গকিলোমিটার। আমাজন অরণ্যের ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে। অনেকটা চিতা এবং লেপার্ডের মতো দেখতে জাগুয়ারকে বলা হয় আমাজন বনের রাজা। পৃথিবীর বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা আমাজন বনের বাসিন্দা

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক