তুন্দ্রা
মেরু দেশীয় জলবায়ুর অন্য নাম তুন্দ্রা অঞ্চল। রাশিয়ার সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রয়েছে।
প্রেইরি
প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝে বিশাল এলাকা নিয়ে অবস্থিত। প্রেইরি অঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। এ অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' বলা হয়।
সাভানা
'সাভানা' হলো তৃণ ও বৃক্ষ আচ্ছাদিত বনভূমি। আফ্রিকার সাব- সাহারা অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ সাভানা হিসেবে শ্রেণিবদ্ধ।