পরিবেশবাদী আন্দোলন
জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট (School Strike for Climate) স্কুল শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন। ২০১৮ সালের আগস্টে সুইডিশ শিক্ষার্থী গ্রেটা থানবার্গ 'School Strike for Climate' লেখা সম্বলিত একটি ব্যানার নিয়ে সুইডিশ রিক্সড্যাগ (সংসদ) এর বাইরে দাঁড়ান এবং শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করেন। বিশ্বব্যাপী ছাত্র-ছাত্রীদেরকেও তিনি আহ্হ্বান জানান যেন তারা তার সাথে প্রতিবাদে যোগ দেন। অতি দ্রুত তা ছড়িয়ে পড়ে বিশ্বের বহু শিশুকিশোরের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে #Fridays for Future (FFF)