লিখিত সংবিধান

খ) লিখিত সংবিধান: বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের এবং সবচেয়ে ছোট মোনাকোর। তবে বিশ্বের প্রধান  দেশসমূহের মধ্যে সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের ।

যুক্তরাষ্ট্র: ১৭৮৭ সালে সংবিধানটি রচিত হয় এবং ১৭৮৯ সালের ৪ মার্চ তা কার্যকর হয়। ১৭৯১ সালে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এজন্য সংবিধানে ১০টি সংশোধনী আনা হয় যা Bill of Rights নামে পরিচিত।

জাপান: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাপান যে সংবিধান প্রতিষ্ঠা করে, তার ৯ নম্বর অনুচ্ছেদে বহির্দেশে সামরিক আগ্রাসন ও আন্তর্জাতিক মতানৈক্যের সমাধান হিসেবে যুদ্ধ ঘোষণা নিষিদ্ধ করা হয়। অন্য দেশে সামরিক আগ্রাসনের জন্য উপযোগী সেনাবাহিনী গড়ে না তোলার জন্যও অঙ্গীকার করা হয় সংবিধানের ওই অনুচ্ছেদে। জাপানের সংবিধান 'শান্তি সংবিধান' নামেও পরিচিত।

নেপাল: ২০১৫ সালে নতুন সংবিধান প্রণীত হয়। এশিয়ায় নেপালই প্রথম দেশ যাদের সংবিধানে সমকামী, উভয়কামী ও তৃ তীয় লিঙ্গের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক