আইনের উৎস
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হল্যান্ড এর মতে, আইনের উৎস ছ'টি; যথা: ১) প্রথা ২) ধর্ম ৩) বিচার সংক্রান্ত রায় ৪) বিজ্ঞানসম্মত আলোচনা ৫) ন্যায়বোধ এবং ৬) আইনসভা। ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে মনে করেছেন। কেননা জনমতের প্রভাবে অনেক সময় সরকার আইন প্রণয়ন বা প্রচলিত আইন পরিবর্তন ও সংশোধন করে থাকে।