এক নজরে সদর দপ্তর (Headquarters)
সদর দপ্তর | সংস্থা |
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | জাতিসংঘ, জাতিসংঘ শিশু তহবিল (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল (UNIFEM), UN Women, G-77 |
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র | আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), বিশ্বব্যাংক গ্রুপ (IBRD + IFC + IDA + ICSID + MIGA), আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা (OAS) |
মন্ট্রিল, কানাডা | আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) |
কুইটো, ইকুয়েডর | ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনস |
লন্ডন, যুক্তরাজ্য | আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO), কমনওয়েলথ অব নেশন্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল |
হেগ, নেদারল্যান্ড | স্থায়ী সালিশি আদালত (PCA), আন্তর্জাতিক আদালত (ICJ), রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW), আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) |
ব্রাসেলস, বেলজিয়াম | বেনেলাক্স (BENELUX), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO), ইউরোপীয় ইউনিয়ন |
বন, জার্মানি | United Nations Volunteers (UNV) |
বার্লিন, জার্মানি | ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) |
মিল্ক, বেলারুশ | Commonwealth of Independent States |
ভিয়েনা, অস্ট্রিয়া | OPEC, জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO), CTBTO, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) |
জেনেভা, সুইজারল্যান্ড | ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস (ICRC), আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO), জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC), জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD), বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। |
বার্ন, সুইজারল্যান্ড | বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) |
রোম, ইতালি | খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) |
প্যারিস, ফান্স | জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO) |
মাদ্রিদ, স্পেন | বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO |
বার্সেলোনা, স্পেন | ভূমধ্যসাগরীয় ইউনিয়ন |
ভ্যালেটা, মাল্টা | International Institute on Ageing |
কায়রো, মিশর | আরব লীগ |
আদ্দিস আবাবা, ইথিওপিয়া | আফ্রিকান ইউনিয়ন |
নাইরোবি, কেনিয়া | অক্সফাম ইন্টারন্যাশনাল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP), UN-HABITAT |
জেদ্দা, সৌদি আরব | ইসলামি সহযোগিতা সংস্থা (OIC), ইসলামিক উন্নয়ন ব্যাংক (IDB) |
রিয়াদ, সৌদি আরব | উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) |
তেহরান, ইরান | আকু (ACU), ইকো (ECO) |
ইস্তাম্বুল, তুরস্ক | ডি-৮ (D-8) |
কাঠমান্ডু, নেপাল | সার্ক (SAARC) |
ঢাকা, বাংলাদেশ | বিমসটেক (BIMSTEC) |
পেনাং, মালয়েশিয়া | World Fish Center |
সিঙ্গাপুর | এপেক (APEC) |
জাকার্তা, ইন্দোনেশিয়া | আসিয়ান (ASEAN) |
ম্যানিলা, ফিলিপাইন | এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) |
বেইজিং, চীন | সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) |
টোকিও, জাপান | জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) |
সিউল, দক্ষিণ কোরিয়া | আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) |
সদর দপ্তর নেই | ANZUS, জোটনিরপেক্ষ আন্দোলন (NAM), G-7 |