OPEC

OPEC

OPEC (Organization of the Petroleum Exporting Countries) বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশসমূহের সরকারদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা। এটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে। মজুদ তেলের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম দেশগুলি যথাক্রমে ভেনিজুয়েলা, সৌদি আরব, ... । ১৯৬০ সালে ভেনিজুয়েলার উদ্যোগে ওপেক প্রতিষ্ঠিত হয়। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়। ওপেকের বর্তমান সদস্য ১৩। যথা- প্রতিষ্ঠাকালীন ৫টি সদস্য (ভেনিজুয়েলা, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব) + আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। ইকুয়েডর ১৯৯২ সালে ওপেক থেকে বেরিয়ে যায় ও ২০০৭ সালে যোগদান করে  ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক