ASEAN

ASEAN

ASEAN আসিয়ান

Association of Southeast Asian Nations

দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা

সদস্যপদ (১০টি দেশ)

M: মালয়েশিয়া (Malaysia)

T: থাইল্যান্ড (Thailand)

V: ভিয়েতনাম (Vietnam)

F: ফিলিপাইন (Philippines)

1 : ইন্দোনেশিয়া (Indonesia)

L: লাওস (Laos)

M: মায়ানমার (Myanmar)

B: ব্রুনাই (Brunei)

C: কম্বোডিয়া (Cambodia)

S: সিঙ্গাপুর (Singapore)

Easy Tec: MTV-তে FILM দেখলে BCS হবে না।

আসিয়ানদক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা
উদ্দেশ্য

১) দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা।

২) আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। আসিয়ানভুক্ত দেশ অভিন্ন অর্থনেতিক জোট হিসাবে ভূমিকা পালনে চেষ্টা করে। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে

Noteপ্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ান-এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি 'আসিয়ান' জোটকে সমর্থন করা।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক