OIC

OIC

ক) প্রতিষ্ঠার ইতিহাস

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়ী হয়ে বিস্তীর্ণ আরব ভূখণ্ড দখল করে নেয়। ইসরায়েল ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসলাম ধর্মের অন্যতম পবিত্র একটি স্থান জেরুজালেমের 'বায়তুল মোকাদ্দেস' মসজিদে আগুন লাগিয়ে দেয়। এর প্রতিক্রিয়া হিসাবে ১৯৬৯ সালের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের এক শীর্ষ সম্মেলনে মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষণের জন্য 'ইসলামি সম্মেলন সংস্থা' গঠিত হয়। ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ আনুষ্ঠানিকভাবে 'ইসলামি সম্মেলন সংস্থা' প্রতিষ্ঠা লাভ করে। ২৮ জুন, ২০১১ OIC- এর নাম অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (Organisation of the Islamic Conference) থেকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (Organisation of Islamic Cooperation) করা হয়।

(খ) সচিবালয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান ওআইসি'র প্রথম সেক্রেটারি জেনারেল (মহাসচিব) নিযুক্ত হন। মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

(গ) সদস্য

বিশ্বের মুসলিম প্রধান রাষ্ট্রসমূহ এ সংস্থার সদস্য। উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা এবং সুরিনাম মুসলিম প্রধান দেশ না হলেও ওআইসির সদস্য। বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।

(ঘ) পর্যবেক্ষক

বসনিয়া ও হার্জেগোভিনা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, উত্তর সাইপ্রাস (তুরস্ক), থাইল্যান্ড, রাশিয়া, আরবলীগ, ইকো, জাতিসংঘ, ন্যাম, মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, আফ্রিকান ইউনিয়ন, ও আই সি পার্লামেন্টারি ইউনিয়ন, ইসলামিক কনফারেন্স ইয়ুথ ফোরাম ফর ডায়ালগ এন্ড কো-অপারেশন।

ঙ) অঙ্গ সংস্থা

              • ইসলামি উন্নয়ন ব্যাংক (Islamic Development Bank - IDB): ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর ও.আই.সির অর্থমন্ত্রীদের সম্মেলনে ইসলামি উন্নয়ন                   ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫। ইসলামি উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান                       করে। শুধুমাত্র OIC-এর সদস্য দেশ ইসলামি উন্নয়ন ব্যাংকের সদস্য হতে পারে।

                • ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Islamic University of Technology - IUT): বাংলাদেশের গাজীপুরে অবস্থিত।

                  •OIC Statcom (Statistical Commission of the Organisation of Islamic Cooperation) এর সদর দপ্তর তুরস্কের আঙ্কারায় অবস্থিত।

(চ) দাপ্তরিক ভাষা (৩টি)

আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক