পাইরেসি, পেজিয়ারিজম

পাইরেসি

  • গান, সিনেমা, বই, সফটওয়্যার ইত্যাদি বুদ্ধিবৃত্তিক সম্পদ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবার আগেই ইন্টারনেটে ছেড়ে দেওয়াকে পাইরেসি বলে।

প্লেজিয়ারিজম (Plagiarism)

  • অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন করাকেই প্লেজিয়ারিজম বলে।
  • তথ্যসূত্র ব্যবহার করা ব্যতিত কোন ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করা প্লেজিয়ারিজমের অন্তর্ভুক্ত।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি