Denial of Service (DOS) Attack
- আক্রমণকারী কোন Web Server বা network কে লক্ষ্য করে ভুয়া ট্রাফিক/ব্যবহারকারী দিয়ে প্লাবিত করে সিস্টেমের রিসোর্স ব্যস্ত করে রাখে।
- অতিরিক্ত ব্যবহারকারীর অনুরোধের ফলে ওয়েবাসইট ধীর হয়ে যায় বা অনেকক্ষেত্রে সার্ভিস বন্ধও হয়ে যায়।
- এ ধরনের আক্রমণ ঘটলে প্রকৃত ব্যবহারকারীর বৈধ অনুরোধ Web Server সম্পূর্ণ করতে ব্যর্থ হয়। যার ফলে হোস্ট ওয়েবসাইট প্রকৃত ব্যবহারকারীকে Denial of Service বার্তা দিতে বাধ্য হয়।
- আক্রমণকারীরা একাধিক সিস্টেমের সাহায্যে আক্রমণ সংঘটিত করলে তাকে Distributed Denial of Service (DDOS) বলে।