Ransomware

র‍্যানসমওয়্যার (Ransomware)

  • র‍্যানসমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার যা একটি ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার Computer system-এ প্রবেশ করা থেকে বিরত রাখে।
  • Ransomware আক্রান্ত Computer system-কে পুনরায় ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়।
  • ২০১৭ সালের মে মাসে ব্যানসমওয়্যার 'WannaCry' ১৫০টি দেশের প্রায় ২ লাখ কম্পিউটারকে আক্রমণ করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি