Virus and Antivirus
ভাইরাস (Virus)
- VIRUS এর পূর্ণরূপ- Vital Information Resources Under Seize। VIRUS নামকরণ করেন Frederick Cohen.
- কম্পিউটার ভাইরাস মূলত সফটওয়্যার/প্রোগ্রাম।
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লাশ ডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ভাইরাস ছড়ায়।
- 'CIH' ভাইরাসকে 'মাদার অব অল ভাইরাস' বলা হয়।
- A virus that replicates itself is called worm.
- কয়েকটি উল্লেখযোগ্য কম্পিউটার Virus হলো- Bye Bye, Bad boy, Cindrella, I Love You, CIH, Aids, Trojan Horse ইত্যাদি।
এন্টিভাইরাস (Antivirus)
- Antivirus হলো এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে, তা দুরীভূত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে।
- বর্তমানে প্রচলিত কিছু জনপ্রিয় Antivirus Software হলো- Avast, Avira, kaspersky, Malwarebytes. Norton, AVG, McAfee, Bit defender ইত্যাদি।
- Firewall একটি নিরাপত্তা software। অনির্দিষ্ট বা অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেমকে রক্ষা করতে বা সাইবার আক্রমণ ঠেকাতে এই Software ব্যবহার করা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি