ই-কমার্সের প্রকারভেদ

পণ্য লেনদেনের প্রকৃতি ও ধরণ অনুসারে ই-কমার্সকে সাধারণত বিভিন্নভাবে ভাগ করা হয়। যথাঃ

Business-to-Business (B2B):B2B ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। যেমন: alibaba.com
Business-to-Consumer (B2C):Business to Consumer ইলেকট্রিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে।
যেমন: amazon.com।
Consumer-to-Consumer (C2C): Consumer to Consumer ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় একাধিক ব্যক্তি ও গ্রাহকের মধ্যে।
যেমন: bikroy.com
Consumer-to-Business (C2B): Consumer to Business ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি