Microsoft, IBM

Microsoft, IBM:

Microsoft

কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাকাল: 4 April, 1975

প্রতিষ্ঠাতা: বিল গেটস, পল অ্যালেন

জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows এর নির্মাতা Microsoft.

সদরদপ্তর: রেডমন্ড, ওয়াশিংটন

মাইক্রোসফটের বর্তমান CEO- সত্য নাদেলা

মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম- MS DOS

MS-Word, MS Excel, Powerpoint, MS Access প্রভৃতি Microsoft-এর পণ্য।

IBM

IBM-এর পূর্ণরূপ International Business Machines

বিজনেস মেশিন ও কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা।

প্রতিষ্ঠাকাল: 16th June, 1911 IBM

প্রতিষ্ঠাতা: চার্লস ফ্রিন্ট। প্রতিষ্ঠাকালে IBM এর নাম ছিল CTR

CTR এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় ১৯২৪ সালে।

সদর দপ্তর: আর্মংক, নিউইয়র্ক

 

 

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি