সাইবার আক্রমণ

সাইবার আক্রমণ (Cyber Attack)

  • কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ক্ষতিকর অনুপ্রবেশকেই সাইবার আক্রমণ বলে।
  • সাইবার আক্রমণ ঠেকাতে সাইবার নিরাপত্তা (Cyber Security) বাস্তবায়ন করা হয়। সাইবার নিরাপত্তার মাধ্যমে কোন নেটওয়ার্ক ও কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ ঠেকানো হয়।
  • বিভিন্ন উপায়ে সাইবার ক্রিমিনালরা আক্রমণ করে থাকে। সেগুলো হলো:
  1. Malware Attack
  2. Phishing Attack
  3. Man-in-the-Middle Attack
  4. Denial of Service (DOS) Attack
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি