মোবাইল ফোনের প্রজন্ম

মোবাইল ফোনের প্রজন্ম

  • মোবাইল ফোনের ব্যবহার ও উন্নয়নের এক একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম বলা হয়। 
  • মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা:
প্রজন্মব্যাপ্তিকালনেটওয়ার্ক
প্রথম প্রজন্ম (First Generation-1G)১৯৭৯ - ১৯৯০অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক
দ্বিতীয় প্রজন্ম (Second Generation-2G)১৯৯১ - ২০০০ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
তৃতীয় প্রজন্ম (3rd Generation-3G)২০০১ - ২০০৮IP (Internet Protocol) Network
চতুর্থ প্রজন্ম (4th Generation-4G)২০০৯ - ২০১৯High Speed IP Network
পঞ্চম প্রজন্ম (5th Generation-5G)২০১৯ - বর্তমানWWW (World Wide Wireless Web)
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি