সার্চ ইঞ্জিন (Search Engine)
- এক ধরনের সফটওয়্যার যা World wide web এ অন্তর্ভুক্ত সাইটগুলো থেকে তথ্য খুঁজে বের করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিনের নাম- Archie।
- বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন- Google।
- বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা চালু হয় ১৩ এপ্রিল ২০১৩।
- বাংলাদেশের দ্বিতীয় সার্চ ইঞ্জিন 'চরকি' চালু হয় ২০ এপ্রিল ২০১৮।
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন Bing।
- Search Engine এর মধ্যে Google, Bing, Yahoo, Baidu, AOL, Excite, Ask, Yandex উল্লেখযোগ্য।