World Wide Web

World Wide Web

  • World Wide Web সংক্ষেপে www হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগা webpage যা ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়।
  • www এর জনক টিম বার্নাস লি।
  • বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলো হলো: Google Chrome, Internet Explorer, Mozilla Firefox, Safari, Opera, Netscape Navigator, Maxthon, RockMelt, Microsoft Edge.
  • ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে সমস্ত হাইপার টেক্সট আদান-প্রদান করা হয় তাকে http (hyper text transfer protocol) বলা হয়।
  • http তে GET এবং POST পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
  • ইন্টারনেট প্রোটোকলে ব্যবহৃত https এর অর্থ secure. 
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি