ফাইবার অপটিক ক্যাবল

ফাইবার অপটিক ক্যাবল

✓ ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোক নল যা আলো নিবন্ধকরণ এবং পরিবহণে সক্ষম।

✓এ যোগাযোগ ব্যবস্থায় আলোর পালস ব্যবহার হয়।

✓ ভিন্ন প্রতিসরনাঙ্কের ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত।

✓ অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।

✓ ইলেকট্রোম্যাগনেটিক নয়েজের সমস্যা নেই।

✓ সাবমেরিন ক্যাবলে অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়।

✓ সাবমেরিন ক্যাবল ব্যবহার হয় ইন্টারনেট সংযোগে।

✓ ফাইবার অপটিক ক্যাবলে ৩টি অংশ থাকে। যথা-

  • কোর (Core)
  • ক্যাডিং (Cladding)
  • জ্যাকেট (Jacket)
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি