ডেটা ট্রান্সমিশন স্পিড (Data Transmission Speed)
✓ এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ডেটা প্রবাহের হারকে ব্যান্ডউইথ ও বলে।
✓ এই ব্যান্ডউইথ সাধারণত bps (bit per second) এ হিসাব করা হয়।
✓ ডেটা কমিউনিকেশনের গতিকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা: