ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

  • কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে কোনো ডকুমেন্ট লেখালেখি, সম্পাদনা, সংরক্ষণ এবং প্রিন্ট করাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং।
  • মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) হচ্ছে বর্তমানে বহুল ব্যবহৃত এবং ব্যাপকভাবে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।
  • উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সমূহ নিম্নরূপ:
    • MS Word
    • Word Pad
    • Mac write
    • Latex
    • Lotus Word Pro
    • Word Perfect
    • Word Star
    • PFS Write
    • Display Write
    • Note pad
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি