Firmware & Bios
Firmware & BIOS
- কম্পিউটারের মেমোরিতে যে সকল প্রেগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে তাদেরকে ফার্মওয়্যার (Firmware) বলে।
- Firmware একটি এমবেডেড সিস্টেম প্রোগ্রাম।
- BIOS (Basic Input/Output System) একটি Firmware
- BIOS কম্পিউটারের ROM-এ সংরক্ষিত থাকে। এটি ROM ভিত্তিক প্রোগ্রাম।
- কম্পিউটার চালু করলে সর্বপ্রথম BIOS সচল হয়।
- BIOS কম্পিউটার Start এবং Boot করতে ব্যবহৃত হয়।
- Bootstrap loader প্রোগ্রাম স্টোর করতে ROM লাগে।
- Bootstrap loader প্রোগ্রাম স্টোর করতে ROM লাগে।
- কম্পিউটার চালু করা বা পুনঃচালু করার প্রক্রিয়াকে Boot করা বলে।
- Booting হলো পিসিতে অপারেটিং সিস্টেম মেমোরিতে লোডিং করার কাজ।
- অপারেটিং সিস্টেম না থাকলে একটি কম্পিউটার Boot করতে পারেনা।
- POST এর পূর্ণরূপ হলো Power on Self Test.
- কম্পিউটার রিবুট (Reboot) করতে (Ctrl+Alt+Delete) নির্দেশ ব্যবহার করা হয়।
- Ctrl+Alt+Delete নির্দেশনার আরেক নাম "Three finger salute"।
- উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Ctrl+Alt+Delete নির্দেশনা নতুন Programme চালু করার জন্য ব্যবহৃত হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি