Round Robin (RR) Algorithm
- এই শিডিউলিং এলগরিদমে প্রতিটি প্রসেসকে নির্বাহ করার জন্য চক্রাকারে নির্দিষ্ট পরিমাণ সময় দেয়া হয়।
- বরাদ্দকৃত সময়ের মধ্যে প্রসেসটি শেষ না হলে কিউতে থাকা সকল প্রসেসকে নির্দিষ্ট পরিমাণ সময় (২ second) দেয়া শেষে প্রথম প্রসেসটিকে পুনঃরায় সময় বরাদ্দ করা হয়।
- সকল প্রসেসই ক্রমান্বয়ে নির্বাহ করার সময় পায় বলে এই Job Scheduling Policy টি Starvation মুক্ত। অর্থাৎ কোন প্রসেসই সময় না পেয়ে Starve (উপবাস) করে না।
- Time-Shared OS এর জন্য তাই Round Robin Scheduling Policy টি সবচেয়ে উপযুক্ত।