Open Source and Closed Source OS

ওপেন সোর্স অপারেটিং সিস্টেম

  • ওপেন সোর্স অপারেটিং সিস্টেমে সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে, যাতে যে কেউ প্রয়োজন অনুযায়ী এর পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও পরিমার্জন করে প্রকাশ করতে পারে।
  • উদাহরণ: Linux (Ubuntu, Debian, Redhat), Open Solaris, Net BSD, Open BSD, React OS, Haiku, Android প্রভৃতি।

ক্লোজড সোর্স বা প্রোপ্রাইটরি অপারেটিং সিস্টেম

  • ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেমে সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে না, যে কেউ চাইলেই তা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পরিমার্জন করতে পারে না। আইনত ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেমের স্বত্ব বা মালিকানা নির্দিষ্ট করা থাকে।
  • উদাহরণ: MacOS, OS/2, Windows প্রভৃতি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি