অপারেটিং সিস্টেম
✓ অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স ব্যবস্থাপনাকারী কতগুলো কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে।
✓ অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়্যার (System Software) হিসেবেও অভিহিত করা হয়।
✓ অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলতে পারেনা।
✓ বর্তমানে জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম | ডেভেলপার |
MS DOS, XENIX, Windows | Microsoft |
IOS, Mac OS | Apple |
PC DOS | IBM |
Unix | Bell Laboratory |
Linux (Ubuntu) | Linus Torvalds |
Android | |
OS/2 | IBM + Microsoft |
CP/M | Gary Kildall (Digital Research) |