ডাটা টাইপ
ডাটা টাইপ | বৈশিষ্ট্য |
১. Integer | ✓ সকল পূর্ণসংখ্যা Integer type data এর অন্তর্ভুক্ত। (যেমন: 2,4,6) ✓ Integer type data মেমোরিতে 2 বাইট বা 16 বিট জায়গা দখল করে। |
২. Floating | ✓ সকল দশমিকযুক্ত সংখ্যা হলো Floating type data (যেমন: 2.5, 5.8 ইত্যাদি)। ✓ মেমোরিতে 4 বাইট বা 32 বিট জায়গা দখল করে। |
৩. Character | ✓ গাণিতিক অংক, বর্ণ বা কোন বিশেষ বর্ণসমূহ এ টাইপের অন্তর্ভুক্ত। (যেমন: a,+, @ ইত্যাদি) ✓ মেমোরিতে ১ বাইট বা ৮ বিট জায়গা দখল করে। |
৪. Double Data | ✓ দশমিকের পরে অধিক সংখ্যক সংখ্যার জন্য Double Type Data ব্যবহৃত হয়। (যেমন: ৩.১৪০১৫৯) ✓ মেমোরিতে ৮ বাইট বা ৬৪ বিট জায়গা দখল করে। |