জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ভাষা

জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ভাষাঃ

FORTRAN

  • পূর্ণরূপ: Formula Translation
  • কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN
  • প্রকৌশলগত সমস্যা সমাধানের জন্য FORTRAN অত্যন্ত উপযোগী।

PYTHON

  • পাইথন প্রোগ্রাম তৈরি করেন Guido Van Rossum

COBOL

  • পূর্ণরূপ: Common Business Oriented Language

BASIC

  • পূর্ণরূপ: Beginner's All-purpose Symbolic Instruction Code

PASCAL

  • ফরাসি গণিতবিদ রেইজ প্যাস্কেল এর নামানুসারে ভাষাটির নামকরণ করা হয়।
  • PASCAL একটি পদ্ধতিগত প্রোগ্রামিং ভাষা।
  • More suited to a structured Program.

C

  • যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরির গবেষক ডেনিস রিচি ১৯৭২ সালে C ভাষার উদ্ভাবন করেন।
  • অপারেটিং সিস্টেম লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা- C।
  • C ভাষায় লেখা প্রথম Operating System-Unix
  • C ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়ে থাকে।

C++

  • C++ একটি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষ্য।

Java

  • সান মাইক্রোসিস্টেম ১৯৯৫ সালে Java ডিজাইন করে।
  • এর বহনযোগ্যতা, নিরাপত্তা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট Java এর এই জনপ্রিয়তার মূল কারণ।

JavaScript

  • JavaScript ইন্টারনেটে ব্যবহৃত জনপ্রিয় স্ক্রিন্টিং ল্যাঙ্গুয়েজ। JavaScript কে আবার ব্রাউজার স্ক্রিপ্টিংও বলা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি