MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
প্রধান মেমোরি
প্রধান মেমোরি (Primary Memory)
সরাসরি CPU এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে যুক্ত।
প্রাইমারি মেমোরি ২ প্রকার। যথা:
RAM
ROM
প্রধান মেমোরি মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে।
প্রধান মেমোরি অর্ধপরিবাহী বস্তু বা সেমিকন্ডাকটর (যেমন, সিলিকন) দ্বারা তৈরি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি