ডিজিটাল ক্যামেরা
✓ ডিজিটাল ক্যামেরায় সনাতনী ফিলোর পরিবর্তে মেমোরি চিপের মধ্যে ছবি ধারণ করার ব্যবস্থা থাকে।
✓ ডিজিটাল ক্যামেরায় ইমেজ সেন্সর উৎস হিসেবে CCD (Charge Coupled Device) অথবা CMOS (Complementary Metal Oxide Semiconductor) ব্যবহার করা হয়।
✓ CCD তে যত বেশি পিক্সেল থাকবে সেটি তত সূক্ষ্মভাবে ছবি ধরে রাখতে পারবে।