টাচস্ক্রিন
✓ টাচস্ক্রিনে ট্যাপ (স্পর্শ) করে ডেটা ইনপুট দেয়া হয় এবং সেই ডেটা প্রক্রিয়াকরণ করে আউটপুট প্রদান করে। টাচস্ক্রিন প্রযুক্তির উদ্ভাবন করেন জর্জ স্যামুয়েল হার্স্ট।
✓ ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোনসহ বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়।