ফাংশন কী ও এদের কাজ

ফাংশন কী এবং এদের কাজ:

F1 সাহায্য বা হেল্প কী হিসেবে ব্যবহৃত হয়।
F2 সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
F3 মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে আগের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে।
F4এই কী দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের Last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।
F5এটা চেপে মাইক্রোসফট ওয়ার্ডের 1 find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়া যে কোনো পেজ Refresh, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।
F6মাইক্রোসফট ওয়ার্ডে বানান ও ব্যাকরনজনিত ভুলভ্রান্তির (Spelling & Grammar errors) চেকিং চালু করার জন্য ব্যবহৃত হয়।
F7  মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে চাইলে এই কী ব্যবহার করা হয়।
F8অপারেটিং সিস্টেম safe mood এ চালু করার জন্য ব্যবহৃত হয়। F8 দুইবার চাপলে একটি Word, তিনবার চাপলে একটি Sentence, চারবার চাপলে একটি Paragraph এবং পাঁচবার চাপলে পুরো Document সিলেক্ট হয়।
F9কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য এটি কাজে লাগে।
 F10 এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।
F11 যেকোনো সক্রিয় উইন্ডো পর্দাজুড়ে (ফুলস্ক্রীন) 2 দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয়।
F12 মাইক্রোসফট ওয়ার্ডের save উইন্ডো চালু করা হয়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যাবে। ল্যাপটপে Fn+F12 চাপতে হবে। Shortcut Key to open dialogue box is ctrl + F12  

 

 

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি