ফাংশন কী এবং এদের কাজ:
F1 | সাহায্য বা হেল্প কী হিসেবে ব্যবহৃত হয়। |
F2 | সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। |
F3 | মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে আগের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে। |
F4 | এই কী দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের Last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়। |
F5 | এটা চেপে মাইক্রোসফট ওয়ার্ডের 1 find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়া যে কোনো পেজ Refresh, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে। |
F6 | মাইক্রোসফট ওয়ার্ডে বানান ও ব্যাকরনজনিত ভুলভ্রান্তির (Spelling & Grammar errors) চেকিং চালু করার জন্য ব্যবহৃত হয়। |
F7 | মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে চাইলে এই কী ব্যবহার করা হয়। |
F8 | অপারেটিং সিস্টেম safe mood এ চালু করার জন্য ব্যবহৃত হয়। F8 দুইবার চাপলে একটি Word, তিনবার চাপলে একটি Sentence, চারবার চাপলে একটি Paragraph এবং পাঁচবার চাপলে পুরো Document সিলেক্ট হয়। |
F9 | কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য এটি কাজে লাগে। |
F10 | এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। |
F11 | যেকোনো সক্রিয় উইন্ডো পর্দাজুড়ে (ফুলস্ক্রীন) 2 দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয়। |
F12 | মাইক্রোসফট ওয়ার্ডের save উইন্ডো চালু করা হয়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যাবে। ল্যাপটপে Fn+F12 চাপতে হবে। Shortcut Key to open dialogue box is ctrl + F12 |