কী-বোর্ড
✓ কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস যাকে কন্ট্রোল বোর্ডও বলা হয়।
✓ বর্তমানে প্রচলিত কী-বোর্ডগুলোতে ১০৫টি কী থাকে।
✓ বিভিন্ন ধরনের কী-বোর্ড লে-আউট আছে। কী-বোর্ডের বামপ্রান্তের উপরের প্রথম ৬টি বর্ণের ক্রম দিয়ে এই লে-আউটের নামকরণ করা হয়। যেমন: QWERTY, QWERTZ, AZERTY প্রভৃতি।
✓ কী বোর্ডের বিভিন্ন প্রকার কী নিম্নরূপ: