UNICODE

ইউনিকোড (UNICODE)

  • Unicode এর পূর্ণরূপ- Universal Code.
  • Unicode হচ্ছে ১৬ বিট (২ বাইট) এর একটি আলফা নিউমেরিক কোড।
  • ১৬ বিট দ্বারা ২^১৬ টি (অর্থাৎ ৬৫,৫৩৬ টি) সংকেতকে প্রকাশ করা যায়।
  • ইউনিকোডের বাইটগুলো প্রতিয়া করার জন্য যত ধরনের পদ্ধতি রয়েছে, তার মধ্যে UTF-8 হচ্ছে সবচেয়ে প্রচলিত পদ্ধতি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি