পজিশনাল সংখ্যা পদ্ধতি

পজিশনালসংখ্যা পদ্ধতি

  • এ পদ্ধতিতে একটি সংখ্যার মান বের করতে ৩টি তথ্যেরপ্রয়োজন হয়। যথা:
  1. সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান।
  2. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি।
  3. অঙ্ক গুলোর অবস্থান বা স্থানীয় মান।
  • শূন্য সংখ্যার আদি ধারণা- ভারতীয়দের।
  • কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করে- বাইনারী।
  • হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো- অক্ষর ও দশমিক ইউনিট।
  • সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায়।
  1. বাইনারি (Binary) 
  2. অক্টাল (Octal) 
  3. দশমিক (Decimal) 
  4. হেক্সাডেসিমাল (Hexadecimal) 
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি