বুলিয়ান অ্যালজেবরা
- জর্জ বুল (George Boole) প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা উন্মোচিত হয় তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
- বুলিয়ান অ্যালজেবরার প্রতিটি লজিক গেটে মান থাকে- ২টি, যথা- ০ এবং ১। এখানে একটি মান সত্য হলে অন্যটি হয় মিথ্যা। 0 দিয়ে মিথ্যা ও 1 দিয়ে সত্য নির্দেশ করা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি